আগোরা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রাচীন গ্রীক নগর রাষ্ট্রের একটি প্রচলিত স্থাপনা ছিল এই আগোরা, যার অর্থ হচ্ছে বাজার। এটা কেবল বাজার হিসেবেই ব্যবহৃত হতো না, এটা ছিলো নাগরিকদের পারস্পরিক যোগাযোগেরও স্থান। সম্ভবত খৃষ্টপূর্ব অষ্টম শতাব্দী পর্যন্ত আগোরা স্থাপনার অস্তিত্ত্ব ছিল।
প্রাচীন গ্রীক নগর রাষ্ট্রের এথেন্সের আগোরা সবচেয়ে সুপরিচিত। তুরস্কের ইযমির নগরীর আগোরা ওপেন এয়ার মিউজিয়াম হচ্ছে বর্তমানে সবচেয়ে সংরক্ষিত আগোরা।

