আমিনুল ইসলাম (ক্রিকেটার)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ (BAN) |
|||
| ব্যাটিং এর ধরন | ডান-হাতি ব্যাটসম্যান | ||
| বোলিং এর ধরন | ডান-হাতি অফব্রেক | ||
| টেষ্ট ক্রিকেট | একদিনের আন্তর্জাতিক | ||
| ম্যাচ | ১৩ | ৩৯ | |
| রান | ৫৩০ | ৭৯৪ | |
| ব্যাটিং গড় | ২১.২০ | ২৩.৩৫ | |
| ১০০/৫০ | ১/২ | ০/৩ | |
| সবচেয়ে বেশি রান | ১৪৫ | ৭০ | |
| ওভার | ১৯৮ | ৪১২ | |
| উইকেট | ১ | ৭ | |
| বোলিং গড় | ১৪৯.০০ | ৫৮.৭১ | |
| ৫ উইকেট প্রতি ইনিংস | ০ | ০ | |
| ১০ উইকেট প্রতি ম্যাচ | ০ | নেই | |
| সবচেয়ে ভাল বোলিং | ১/৬৬ | ৩/৫৭ | |
| ক্যাচ/স্টাম্পিং | ৫ | ১৩ | |
|
মে ২৭, ২০০৬ |
|||
আমিনুল ইসলাম, যিনি বুলবুল (জন্ম ফেব্রুয়ারি ২, ১৯৬৮) নামে বেশি পরিচিত, একজন বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এছাড়া ঘরোয়া লীগে অধিনায়কত্ব করেছেন মোহামেডানের হয়ে।
[সম্পাদনা] ক্যারিয়ার
ক্যারিয়ার এর অধিকাংশ সময় কেটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এর হয়ে খেলে। শেষ মৌসুম কেটেছে বিমান এ। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পুরোধা এই সাহসী ক্রিকেটার আমাদের দেশের প্রথম খেলোয়ার হিসেবে মাইনর কাউন্টি খেলতে ইংল্যান্ড যান। কয়েকটি সফল মৌসুম কেটেছে সেখানে। দীর্ঘ দিনের ভালোবাসার পর বিয়ে করেছেন বন্ধুর ছোট বোন যুইকে। তাকে নিয়েই তার সুখের সংসার।
ক্যারিয়ারের প্রথম মাচে ১৪৫ রান করে সাড়া জাগালেও নির্বাচকদের "নতুনদের সু্যোগ দেবার নীতি" এর শিকার হয়ে ফর্মে থাকা অবস্থায় জাতীয় দল থেকে বাদ পড়েন, এবং পরে অভিমানে অবসর নেন জাতীয় দল থেকে। এরপর তিনি চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে একটি কোচিং এর প্রোগ্রাম করে স্থানীয় একটি দলে কোচ-কাম-খেলোয়াড় হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের ফিরে আবাহনী লিমিটেড ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
[সম্পাদনা] বহিঃসংযোগ
| পূর্বসূরী: আকরাম খান |
বাংলাদেশী জাতীয় ক্রিকেট অধিনায়ক ১৯৯৭/৮ - ২০০০ |
উত্তরসূরী: নাইমুর রহমান |
| বাংলাদেশ দল - ক্রিকেট বিশ্বকাপ ১৯৯৯ | ||
|---|---|---|
|
১ আমিনুল | ২ শাহরিয়ার | ৩ মাসুদ (উর) | ৪ ফারুক | ৫ মেহরাব | ৬ আকরাম | ৭ শফিউদ্দিন | ৮ মাহমুদ | ৯ নাইমুর | ১০ হাসিবুল | ১১ রফিক | ১২ এনামুল হক | ১৩ মানজারুল | ১৪ রশিদ | ১৫ আবেদীন | কোচ: গ্রীনিজ |
||

