মিথুন রাশি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| মিথুন রাশি | |
|---|---|
বড় করে দেখার জন্য এখানে ক্লিক করুন |
|
| সংক্ষিপ্ত রুপ: | Gem |
| জেনিটিভ: | জেমিনোরাম |
| প্রতীকী তাৎপর্য: | যমজ |
| বিষুবাংশ: | ৭ ঘ |
| বিষুবলম্ব: | ২০° |
| ক্ষেত্রফল: | ৫১৪ বর্গ ডিগ্রী (৩০তম) |
| প্রধান তারাসমূহ: | ৮, ১৭ |
| বেয়ার/ফ্ল্যামস্টিডের তারাসমূহ: | ৭৭ |
| জানা গ্রহবিশিষ্ট তারাসমূহ: | ৩ |
| উজ্জ্বল তারাসমূহ: | ৪ |
| নিকটতম তারাসমূহ: | ১ |
| উজ্জ্বলতম তারা: | Pollux (β Gem) (১.১এম) |
| নিকটতম তারা: | Pollux (β Gem) (৩৩.৭ আ.ব) |
| মেসিয়ার বস্তুসমূহ: | ১ |
| উল্কা বৃষ্টিসমূহs: | জেমিনিড্স রো জেমিনিড্স |
| সীমান্তবর্তী তারামণ্ডলসমূহ: | বনমার্জার মণ্ডল অরিগা মণ্ডল বৃষ রাশি কালপুরুষ মণ্ডল একশৃঙ্গী মণ্ডল শুনী মণ্ডল কর্কট রাশি |
| +৯০° এবং −৬০° সীমারেখার মধ্যে দেখা যায় যে সময়ে সবচেয়ে স্পষ্ট দেখা যায়: ২১:০০ (বিকাল ৯:০০) যে মাসে দেখা যায়: ফেব্রুয়ারি |
|
- জ্যোতিষ শাস্ত্রের আলোকে মিথুন রাশি সম্বন্ধে জানতে হলে দেখুন: মিথুন রাশি (জ্যোতিষ শাস্ত্র)
মিথুন রাশি (Gemini) আধুনিক ৮৮টি তারামণ্ডলের একটি এবং প্রাচীনকাল থেকে নির্ধারিত ১২টি রাশির একটি। মিথুন নামক এই তারার সমষ্টিটি অবশ্যই পৃথিবী থেকে যেভাবে দেখা যায় সেভাবে মানুষ কল্পনা করেছে। বাস্তবে এর তারাগুলো হয়তোবা অনেক দূরে দূরে অবস্থিত। এই তারামণ্ডলটি অরিগা মণ্ডলের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
[সম্পাদনা] গভীর আকাশের বস্তুসমূহ
অরিগা মণ্ডলের দক্ষিণ-পূর্ব দিকে দুইটি বেশ উজ্জ্বল এবং বড় আকারের তারা দেখা যায়। দুটি তারার উজ্জ্বলতা প্রায় একই মনে হলেও প্রকৃতপক্ষে দক্ষিণের তারাটি একটু বেশী উজ্জ্বল। তারা দুটির মধ্যে ব্যবধান ৫°। সাধারণ এই তারাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কল্পনা করে আকাশের অন্যান্য তারার মধ্যবর্তী ব্যবধানের কল্পনা করা যায়। এই তারা দুইটিকে দুজন মানুষের মাথারুপে কল্পনা করা হয়। উত্তরে অবস্থিত তারার নাম ক্যাস্টর এবং দক্ষিণের তারাটির নাম পোলাক্স। এই উভয় তারা থেকেই পাঁচটি করে তারা এক সরলরেখায় অবস্থান করছে। তারাগুলোর মাধ্যমে কল্পিত সরলরেখাটি ছায়াপথের অভ্যন্তরভাগ পর্যন্ত চলে গিয়েছে। এই সরলরেখা দুইটি আবার প্রায় সমান্তরাল। উপরের দুটি তারা এবং তাদের থেকে প্রাপ্ত সরলরেখা দুটি মিলেই মিথুন রাশি। সরলরেখা দুটির মাধ্যমে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুজন মানুষের কল্পনা করা যায় বলেই এই রাশি তথা তারামণ্ডলের নাম হয়েছে মিথুন।
[সম্পাদনা] আরও দেখুন
- মিথুন রাশির তারামূহের তালিকা
[সম্পাদনা] বহিঃসংযোগ
- The Deep Photographic Guide to the Constellations: Gemini
- The clickable Gemini
- WIKISKY.ORG: Gemini constellation
|
জ্যোতির্বিজ্ঞান | রাশিচক্রের তারামণ্ডলসমূহ | জ্যোতিষ শাস্ত্র |
||||||||||||
| মেষ | বৃষ | মিথুন | কর্কট | সিংহ | কন্যা | তুলা | বৃশ্চিক | সর্পধারী | ধনু | মকর | কুম্ভ | মীন |
| আধুনিক ৮৮ টি তারামণ্ডল |
|---|
| ধ্রুবমাতা • বায়ুযন্ত্র • ধূম্রাট • কুম্ভ • ঈগল • বেদী • মেষ • অরিগা • ভূতেশ • সে-লাম • চিত্রক্রমেল • কর্কট • সারমেয় • মৃগব্যাধ • শূনী • মকর • ক্যারিনা • কাশ্যপেয় • মহিষাসুর • শেফালী • তিমি • কৃকলাস • বৃত্ত • কপোত • কোমা বারেনিসিস • দক্ষিণ কীরিট • উত্তর কীরিট • করতল • কাংস্য • ত্রিশঙ্কু • বক • শ্রবিষ্ঠা • সুবর্ণাশ্রম • তক্ষক • অশ্বতর • যামী • যজ্ঞকুণ্ড • মিথুন • সারস • হারকিউলিস • ঘটিকা • হ্রদসর্প • হ্রদ • সিন্ধু • গোধা • সিংহ • লঘু সিংহ • শশক • তুলা • শার্দূল • বনমার্জার • বীণা • মেনসা • অনুবীক্ষণ • একশৃঙ্গী • মক্ষিকা • মানদন্ড • অষ্টাংশ • সর্পধারী • কালপুরুষ • ময়ুর • পক্ষীরাজ • পরশু • সম্পাতি • চিত্রপট • মীন • দক্ষীণ মীন • পাপিস • পিক্সিস • আড়ক • বাণ • ধনু • বৃশ্চিক • ভাস্কর • স্কুটাম • সর্প • ষষ্ঠাংশ • বৃষ • দূরবীক্ষণ • ত্রিকোণ • দক্ষিণ ত্রিকোণ • টুকানা • সপ্তর্ষি • লঘু সপ্তর্ষি • ভেলা • কন্যা • পতত্রীমীন • শৃগাল |
| টলেমি কর্তৃক তালিকাকৃত ৪৮টি তারামণ্ডল |
|---|
| ধ্রুবমাতা • রাশি • ঈগল • বেদী • অর্ণবযান • মেষ • প্রজাপতি • ভূতেশ • কর্কট • বৃহৎ কুকুর • ক্ষুদ্র কুকুর • মকর • কাশ্যপেয় • মহিষাসুর • শেফালী • তিমি • দক্ষিণ কীরিট • উত্তর কীরিট • করতল • খাদ • বক • শ্রবিষ্ঠা • তক্ষক • অশ্বযুগল • যামী • মিথুন • হারকিউলিস • হ্রদসর্প • সিংহ • শশক • তুলা • শার্দূল • বীণা • সর্পধারী • কালপুরুষ • পক্ষীরাজ • পরশু • মীন • দক্ষীণ মীন • বাণ • ধনু • বৃশ্চিক • সর্প • বৃষ • ত্রিকোণ • সপ্তর্ষি • লঘু সপ্তর্ষি • কন্যা |

