ফ্রাঙ্ক ল্যাম্পার্ড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| ফ্রাঙ্ক ল্যাম্পার্ড | ||
| ব্যক্তিগত তথ্য | ||
|---|---|---|
| জন্মতারিখ | জুন ২০, ১৯৭৮ | |
| জন্মস্থান | রমফোর্ড, ইংল্যান্ড | |
| উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট) | |
| ডাকনাম | ল্যাম্পস, ফ্রাঙ্কি | |
| অবস্থান | মাঝমাঠ | |
| ক্লাব তথ্য | ||
| বর্তমান ক্লাব | চেলসি | |
| নম্বর | ৮ | |
| যুব ক্লাব | ||
| ১৯৯৪-১৯৯৫ | ওয়েস্ট হ্যাম | |
| পেশাদারী ক্লাব* | ||
| বছর | ক্লাব | উপস্থিতি (গোল) |
| ১৯৯৫-১৯৯৬ ১৯৯৪-২০০১ ২০০১- |
সোয়ানসি ওয়েস্ট হ্যাম চেলসি |
৯ (১) ১৭৮ (২৪) ১৮৬ (৫০) |
| জাতীয় দল | ||
| ১৯৯৯- | ইংল্যান্ড | ৪৬ (১২) |
|
* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা |
||
ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ইংল্যান্ড ফুটবল দলের সদস্য। তাঁর জন্ম ১৯৭৮ সালের ২০শে জুন ইংল্যান্ডের রমফোর্ড এ।
- অবস্থান: মাঝমাঠ
- বর্তমান ক্লাব: চেলসি
মাঝমাঠের খেলোয়াড় হলেও গোল করায় তাঁর যোগ্যতা প্রশ্নাতীত। দূরপাল্লার গোলেও তিনি পারদর্শী। ক্লাবে তিনি ফ্রি-কীক ও পেনাল্টি শটে কোচের প্রথম পছন্দ। গত ৩ বছরে ইংল্যান্ড দলের সবচেয়ে উন্নতি করা খেলোয়াড় এবং বর্তমানে বিশ্বের অন্যতম সেরা মাঝমাঠের খেলোয়াড়।
[সম্পাদনা] অর্জন
- ব্যাক্তিগত
- ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় (২০০৫)-১ম স্থান
- ফুটবল লেখক সমিতি এর বর্ষসেরা খেলোয়াড় (২০০৫)-১ম স্থান
- ফিফার বর্ষসেরা খেলোয়াড় (২০০৫)-২য় স্থান
- ইউরোপের বর্ষসেরা খেলোয়াড় (২০০৫)-২য় স্থান।
- ক্লাব
- উয়েফা ইন্টারটোটো কাপ (১৯৯৮)
- এফএ প্রিমিয়ার এশিয়া কাপ (২০০৩)
- এফএ কমিউনিটি শিল্ড (২০০৫)
- লীগ কাপ (২০০৫)
- ইংলিশ প্রিমিয়ার লীগ (২০০৪-২০০৫,২০০৫-২০০৬)।
[সম্পাদনা] গোলসংখ্যা
- ২০০৬ সালের জুলাই পর্যন্ত হিসাব।
- আন্তর্জাতিক-৪৪ ম্যাচে ১১ টি।
- ক্লাব ম্যাচ-
| বছর | ক্লাব | গোল |
|---|---|---|
| ১৯৯৫-১৯৯৬ | সোয়ানসি | ৯ ম্যাচে ১ গোল |
| ১৯৯৬-২০০১ | ওয়েস্ট হ্যাম | ১৭৮ ম্যাচে ২৪ গোল |
| ২০০১- বর্তমান | চেলসি | ১৮৬ ম্যাচে ৫০ গোল |

